Single Sign-On(SSO) কি এবং কিভাবে কাজ করে?

Single Sign-On(SSO) কি এবং কিভাবে কাজ করে?

Single Sign-On (SSO) হলো একটি User Authentication Service যার মাধ্যমে User তার একটি Login Credentials Set দিয়ে ওই Account এর বাকি সব App এর Access পেতে পারে। উদাহরণ স্বরূপ আমরা কিছু Services দেখতে পারি Google, Facebook, or Twitter এর ক্ষেত্রে। SSO ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক কারণ তাদের একাধিক পাসওয়ার্ড মুখস্থ করতে বা বারবার লগইন করতে হবে না।আরেকটু গুছিয়ে এবং বিস্তারিত বোঝাতে আমরা Google কে নিয়ে আলোচনা করবো।

img_eye_change.png

কখনো খেয়াল করেছেন আমারা YouTube, Meet, Drive, Contact বা বাকি যেকোনো Service এ Login করার সময় আামাদের Google এর Main Service Account এ রিটার্ন করে। অতএব এ থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোন Service এর Access পেতে হলে অবশ্যই আগে তার root account এ Logged In থাকতে হবে।

Continue..............................